অ্যাকসেসিবিলিটি লিংক

সংক্রমণ রুখতে মাস্কের ব্যবহার নিশ্চিতের নির্দেশ


ইউরোপ, আমেরিকায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশের প্রশাসন নড়ে চড়ে বসেছে। সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করেছে দেশটি। সোমবার মন্ত্রীসভার বৈঠকে করোনার সংক্রমণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপর বলা হয়েছে, ঘরের বাইরে বের হলে সবাইকে মাস্ক পরতে হবে। কেউ নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমান আদালতের মুখোমুখী হবেন এমনটাও জানিয়ে দেয়া হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ইউরোপ, আমেরিকায় আবার ব্যাপক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী সতর্ক থাকতে বলেছেন। পাবলিক প্লেসে কোনোভাবেই মাস্ক ছাড়া যাওয়া যাবে না। মসজিদ কিংবা জনসমাগম হয় এমন জায়গায় মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। দুর্গাপূজার সময়ও মাস্কের ব্যবহার নিশ্চিত করা হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আগে থেকে বলে আসছেন, নভেম্বর মাস থেকে পুরো শীতকাল করোনার প্রকোপ থাকবে। এই সময়ে বেপোরোয়া হলে বিপদের সম্ভাবনা বেশি। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশে সবই নরমাল হয়ে গেছে। মানুষের মধ্যে সতর্কতার কোনো লক্ষণ নেই। মাস্ক ছাড়া ঘোরাফেরা যেন একধরনের ফ্যাশনে পরিণত হয়েছে। 'হার্ড রোগ প্রতিরোধ ক্ষমতা' এসে গেছে, আমাদের কিছু হবে না এরকম একটা মনোভাব অনেকের মধ্যেই কাজ করছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এতে করে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কাই বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম সামগ্রিক পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করেছেন। বলেছেন, মানুষের মধ্যে সচেতনতা কম। এরকম চলতে থাকলে বাংলাদেশে বড় ধরনের বিপদ হবে। টেস্টের ওপর জোর দেন এই জনস্বাস্থ্য বিজ্ঞানী। তার মতে, যত বেশি টেস্ট হবে তত বেশি মানুষ সচেতন হবে। সংবাদমাধ্যমকে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, আমরা এই মুহূর্তে সরকারের তরফে দু'রকম কথা শুনছি। প্রধানমন্ত্রী দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত হতে বলেছেন। আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আমরা প্রস্তুত। জনস্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন, যেহেতু ভ্যাকসিন আসতে দেরি হচ্ছে সেজন্য সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।

ওদিকে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। এরমধ্যে ১৪ জন পুরুষ, সাতজন মহিলা। আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩৭ জন। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী গতকালের তুলনায় সোমবার নতুন রোগী, মৃত্যু ও সংক্রমণ, শনাক্তের হার সবই বেড়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:59 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG