অ্যাকসেসিবিলিটি লিংক

শীতের শুরুতেই করোনা আতঙ্ক চারদিকে


শীত মওসুম শুরু হতে না হতেই করোনার আতঙ্ক চারদিকে। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, শীতে করোনার প্রকোপ আরো বাড়বে। সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন প্রান্তে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে রাজধানীতে। গত এক দিনে সরকারি হিসেবে দুই হাজার ২৯২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৭ জন। নাম প্রকাশ না করার শর্তে একজন বিশেষজ্ঞ বলেছেন, রাজধানীর বেশিরভাগ বাড়িতে করোনা ঢুকে পড়েছে। বলা হচ্ছে, দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেছেন, জানিনা দ্বিতীয় ধাক্কা কেমন হবে। তবে আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে। জনগণকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত। তারা বলছেন, কেন্ত্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ নেই বেশিরভাগ হাসপাতালে। মাত্র ২৪টি হাসপাতালে এই সুযোগ রয়েছে। অন্য হাসপাতালগুলোতে সিলিন্ডারই একমাত্র ভরসা। হাসপাতাল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত পরিচালক ডা. ফরিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, সীমাবদ্ধতাতো আছেই। তারপরও আমরা কাজ করছি।
র‌্যাবের পক্ষ থেকে রাজধানীতে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান শুরু হয়েছে। যাদের মুখে মাস্ক নেই তাদেরকে জরিমানার পাশাপাশি সচেতন হতে বলা হচ্ছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামান বলেছেন, শিক্ষিত মানুষরাই মাস্ক ব্যবহার করছেন না। বিনা মূল্যে মাস্ক দেয়া হচ্ছে দরিদ্র শ্রেণির মানুষদের মধ্যে।
ওদিকে করোনার এই আতঙ্কের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে রাজধানীতে। গত ২৬ দিনে ৪৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত এক হাজার ৮৭ জনের শরীরে ডেঙ্গুর হদিস পাওয়া গেছে।

please wait

No media source currently available

0:00 0:01:35 0:00
সরাসরি লিংক



XS
SM
MD
LG