অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠক


গতকাল যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে মোমেন, সেনেটর ক্রিস্টফার মারফি এবং ইউএসএআইডির প্রশাসক অ্যাম্বাসাডর মার্ক গ্রীনের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের পদস্থ কর্মকর্তা এবং সেনেটরের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর আলোচনায় প্রধানত আলোকপাত করা হয় রোহিঙ্গা বিষয়ে।

সেনেটার ক্রিস্টফার মারফির সঙ্গে বৈঠকে ড. মোমেন বলেন যে কংগ্রেসের উভয় কক্ষে যদি এ রকম প্রস্তাব পাশ করা হতো যেখানে মিয়ানমারের সেই সব অপরাধী ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হতো যারা সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্যাতন চালিয়েছে এবং মানবাধিকার লংঘন করেছে, তবে তা অত্যন্ত কার্যকর হতো। তিনি বলেন, ১৯৯০ এর দশকে মিয়ানমার কর্তৃপক্ষ যখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তখন তারা কিছু রোহিঙ্গাকে ফেরৎ নিয়েছিল।

ইউএসআইডির প্রশাসকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, রোহিঙ্গাদের বস্তুগত সহায়তা এবং রাজনৈতিক সমর্থন প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মিয়ানমার সমস্যা সৃষ্টি করেছে এবং তাদেরকেই এ সমস্যার সমাধান করতে হবে।

XS
SM
MD
LG