অ্যাকসেসিবিলিটি লিংক

দেশে তালেবানী জঙ্গীদের তৎপরতা বিদ্যমান, যাঁছাইয়ের কাজ চলছে আইএস অস্থিত্বেরও- মন্তব্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু'র


এ বছরই চার ব্লগারের হত্যা, সেপ্টেম্বর ও অক্টোবরে দুই বিদেশী নাগরিক হত্যার পর অল্প কিছু দিনের মধ্যে প্রকাশক হত্যা, অপর একজন প্রকাশক ও দু’ই ব্লগারকে আহত করার ঘটনায় দেশজুড়ে এক আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এতে এই ধারণার জন্ম নিয়েছে যে, মুক্তচিন্তা ও স্বাধীন মত প্রকাশের পরিধি এবং পরিবেশ ক্রমশই সীমিত হয়ে আসছে।

এমনই এক পরিস্থিতিতে ভয়েস অফ আমেরিকার সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গী-উগ্রবাদীদের যে আক্রমণ মুক্তচিন্তার ওপর আঘাত। মন্ত্রী বলেন, দেশে ইসলামিক স্টেট বা আই এস আছে কিনা তা সরকার পরীক্ষা করে দেখছে। তবে দেশে তালেবানী জঙ্গীদের তৎপরতা বিদ্যমান রয়েছে। মন্ত্রী বলেন- জঙ্গী, উগ্রবাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং মুক্তচিন্তার পক্ষের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আর এর একমাত্র পন্থা ভীতির মধ্যে না পড়ে, ভীত না হয়ে মুক্তচিন্তার সকল মাধ্যমকে সচল রাখা, মুক্তচিন্তাকে সচল-সজীব রাখার স্বার্থেই। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন ভয়েস অফ এ্যামেরিকার সংবাদদাতা আমীর খসরু।

XS
SM
MD
LG