অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের গ্লোবাল হেল্‌থ ইনিশিয়েটিভ প্লাসের অন্তর্ভুক্ত দেশ


বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের গ্লোবাল হেল্‌থ ইনিশিয়েটিভ প্লাসের অন্তর্ভুক্ত দেশ
বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের গ্লোবাল হেল্‌থ ইনিশিয়েটিভ প্লাসের অন্তর্ভুক্ত দেশ

যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশকে গ্লোবাল হেল্‌থ ইনিশিয়েটিভ প্লাস নামে একটি স্বাস্থ্য সেবা কর্মসূচির অন্তর্ভুক্ত করেছে। আজ পর্যন্ত মাত্র আঁটটি দেশ এই মনোনয়ন পেয়েছে। বাকি সাতটি দেশ হচ্ছে গোয়াতেমালা, কেনিয়া, মালাউই, মালি, নেপাল, এবং রোয়ান্ডা।

বন্যায় আহত মানুষের জন্য বাংলাদেশের স্বাস্থ্য সেবা কেন্দ্র
বন্যায় আহত মানুষের জন্য বাংলাদেশের স্বাস্থ্য সেবা কেন্দ্র

আগামী ৬ বছরের জন্ যুক্তরাষ্ট্রের সরকার ৬ হাজার ৩শ কোটি ডলার বরাদ্দ করেছে এই দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করার জন্য। তার মধ্যে মহিলা, নবজাতক শিশু, এবং ছোট ছেলেমেয়েরা প্রাধান্য পাবে। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এই টাকা ব্যাবহার করা হবে। বাড়তি সাহায্য পাঠানো হবে এইচ আই ভি এইডস, ম্যালেরিয়া, যক্ষা, এসব কঠিন রোগ থেকে বাংলাদেশকে মুক্ত করার লক্ষে।

যুক্তরাষ্ট্রের সরকার ইউএসএআইডি, সিডিসি, ডিওডি, এ ধরনের সংস্থার মাধ্যমে বাংলাদেশের সরকার এবং স্বাস্থ্য সংক্রান্ত বেসরকারী সংস্থাগুলোকে সাহায্য করবে। দুই দেশের সরকারই আশা করছে এইভাবে তারা উন্নতমানের স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশকে কিছুটা হলেও রোগ মুক্ত করতে পারবে।

XS
SM
MD
LG