অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পিপিই, মাইক পম্পেওর প্রশংসা


যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই রপ্তানির খবরে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পাশাপাশি, দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্রমবর্ধমান উন্নতিতে দেশটির অত্যন্ত প্রভাবশালী সংস্থা জাতীয় নিরাপত্তা পরিষদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোও প্রশংসা করেছে। যুক্তরাষ্ট্রের বাজারে বেক্সিমকোর পিপিই রপ্তানি সম্পর্কে পম্পেও বলেন, এটি একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। এ ধরণের আন্তর্জাতিক অংশিদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে বেক্সিমকো সম্প্রতি যুক্তরাষ্ট্রে ৬৫ লাখ পিপিই’র প্রথম চালান রপ্তানি করে। ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত এক টুইট বার্তায় বলেন, বাংলাদেশকে বিশ্বমানের বৃহৎ আকারের পিপিই উৎপাদনকারী দেশগুলোর কাতারে স্বাগত জানাতে পেরে আনন্দিত। বেক্সিমকো ও হ্যানস-এর মধ্যকার আংশীদারিত্ব হলো কভিড-১৯-কে পরাজিত করতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ প্রচেষ্টার সেরা প্রতিফলন। রি-টুইট করে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও লিখেছেন, ‘আমি এই তাৎপর্যপূর্ণ মাইলফলকের জন্য রাষ্ট্রদূত মিলারের সঙ্গে একমত হয়ে বাংলাদেশকে অভিনন্দন জানাতে চাই। বিশ্বজুড়ে করোনা মোকাবিলায় সম্মুখ সারিতে থাকা সাহায্যকর্মীদের এখন পিপিই প্রয়োজন। এসব পিপিই যোগানে কোম্পানিগুলো এখন নজর দিচ্ছে। ফলে এ ধরণের আন্তর্জাতিক অংশিদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।

সরাসরি লিংক


XS
SM
MD
LG