মিয়ান্মার সেনাবাহিনির হাতে অত্যাচারিত ১১ লক্ষ রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে, অনেকে এসেছে ভারতেও। শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিনিকেতনে এক অনুষ্ঠানে বললেন, মানবিকতার কারণে রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে বটে, কিন্তু এবার তাদের স্বদেশে ফেরানো দরকার। ভারত বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে অন্যান্য দেশকেও বলুক, এদের যেন ফিরিয়ে নেয় মিয়ান্মার ।
আন্তর্জাতিক চাপ ছাড়া যে এদের ফেরত পাঠানো শক্ত, তা বোঝে ভারত ও বাংলাদেশ। যৌথ ভাবে চাপ দেবার কথা আগে বলে নি বাংলাদেশ। ভারত তো গোড়া থেকেই এদের আশ্রয় দিতে অনাগ্রহী। গোয়েন্দা সূত্রে খবর, লস্কর-ই-তৈবা-র মত মুসলিম জঙ্গী গোষ্ঠী উদ্বাস্তু শিবিরে প্রচার চালাচ্ছে। তা সুখবর নয় দু দেশের পক্ষেই।