অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্ষণবিরোধী লংমার্চে হামলা, আহত ২৫


ধর্ষণবিরোধী লংমার্চে হামলা হয়েছে। শনিবার সকালে এ হামলাটি হয় পূর্বাঞ্চলীয় জেলা ফেনীতে। ৯ দফা দাবিতে কয়েকটি বাম সংগঠন এ লংমার্চের আয়োজন করেছিল। ফেনীর শহীদ মিনার এলাকায় এক সমাবেশে স্থানীয় সংসদ সদস্যের সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় সহ ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার ঢাকা থেকে নোয়াখালী অভিমুখে এ লংমার্চ শুরু হয়।

ওদিকে করোনায় তিনদিন পর আবার মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৬৪৬ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ২০৯ জন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে। বাংলাদেশ বেতারের পরিচালক আমানুল্লাহ মাসুদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার মারা গেছেন।

পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, এবারের আয়োজন হবে খুবই সীমিত। ঢাকায় কুমারী পূজাও হবে না। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি শনিবার সাংবাদিকদের জানান, রাত ৯ টায় মন্দির বন্ধ হয়ে যাবে। বিজয়ার শোভাযাত্রা হবে না। স্বাস্থ্যবিধি মেনে নারী ও পুরুষকে মন্দিরে প্রবেশ করতে হবে। ২২শে অক্টোবর পূজা শুরু হবে।

please wait

No media source currently available

0:00 0:01:27 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG