অ্যাকসেসিবিলিটি লিংক

ভাসান চরে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের পরিকল্পনার বিরোধিতা করছে মানবাধিকার সংগঠন


Rohingyas To Uninhabited Island
Rohingyas To Uninhabited Island

বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থীদের একটি ছোট দ্বীপে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা করেছে তা পুনর্বিবেচনা করার জন্য, একটি মানবাধিকার সংগঠন বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

সোমবার প্রকাশিত এক রিপোর্টে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে মাত্র গত ২০ বছরে বাংলাদেশের মেঘনা নদীর পলিমাটি থেকে ভাসান চর তৈরি হয়েছে।৬৮ পাতার রিপোর্টে বিশেষজ্ঞরা বলেছেন ঝড়ের সময় ভাসান চর পুরোপুরি তলিয়ে যেতে পারে।

মানবাধিকার গ্রুপটি থেকে আরও বলা হয় আরও ৬টি সম্ভাব্য বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে তাই ভাসান চর এখন আর একমাত্র বিকল্প পুনর্বাসনের স্থান নয়।

XS
SM
MD
LG