অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসবাদ মোকাবেলার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ভাবে সহযোগিতা করার ইচ্ছে বেশ সুস্পষ্ট ভাবে প্রকাশ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী কেরি ঘোষণা করেন যে দুই দেশ এবিষয়ে একমত হয়েছে যে আরও পদক্ষেপ নেওয়া হবে যাতে গোয়েন্দা ও আইন বলবৎকারী সংস্থাগুলো একযোগে কাজ করতে পারে।

ঢাকায় এক ভাষণ দেওয়ার পর, ভয়েস অফ আমেরিকার এক প্রশ্নের জবাবে কেরি বলেন এই তথ্য প্রমাণ আছে যে ইরাক ও সিরিয়ায় তৎপর ইসলামিক স্টেট গ্রুপের বিশ্বে প্রায় ৮টি সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে এবং এর মধ্যে একটি হচ্ছে দক্ষিণ এশিয়ায়।

কেরি আরও বলেন ইরাক ও সিরিয়ার চরমপন্থীদের, বাংলাদেশে কিছু কর্মী আছে। তিনি বলেন প্রধানমন্ত্রী সহ সরকারি কর্মকর্তা যাদের সঙ্গে তার ঢাকায় কথা হয়, তারা এ বিষয়ে প্রশ্ন তোলেন নি।

কেরি সোমবার দুপুরে যুক্তরাষ্ট্রের দূতাবাসে, বিএনপি’র প্রধান, বিরোধী নেত্রী খালেদা জিয়া’র সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য সাক্ষাৎ করেন।

XS
SM
MD
LG