বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্য আসন্ন বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত ফোরাম-টিকফার বৈঠকে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা জিএসপি ফিরে পেতে পারে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার ঢাকায় বাণিজ্যমন্ত্রীর সাথে আগামী ২৩ শে নভেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য টিকফা বৈঠকের আলোচ্য বিষয়-বস্তু নিয়ে আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট অবশ্য সাংবাদিকদের বলেছেন শ্রম নিরাপত্তার মানের ওপরই জিএসপির বিষয়টি নির্ভর করবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন জিএসপি সুবিধা কোন রাজনৈতিক বিষয় নয় বরং এটি কারখানার শ্রমিকদের কাজের নিরাপত্তার আন্তর্জাতিক মানের ওপর নির্ভর করে।
এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন জহুরুল আলম।