অ্যাকসেসিবিলিটি লিংক

লবণাক্ত জায়গায়ও গ্রামবাসীরা ছাদের ওপর যে কোন ধরণের বাগান করতে পারেন


বাংলাদেশে ভূমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং তা চাষের জন্যে একটা প্রতিকুল অবস্থা সৃষ্টি সৃষ্টি করছে। এই ঘনবসতিপূর্ণ দেশে , যেখানে বেশির ভাগ লোকই কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত সেখানে এটা একটা বড় সমস্যা। তবে এমনকি লবণাক্ত জায়গায়ও গ্রামবাসীরা ছাদের ওপর যে কোন ধরণের বাগান করতে পারেন এবং এই ধরণের বাগানকেই ইংরেজিতে বলা হয় vertical gardens, এ সম্পর্কেই খুলনা থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Amy Yee ‘র পাঠানো এই প্রতিবাংলাদেশে ভূমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং তা চাষের জন্যে একটা প্রতিকুল অবস্থা সৃষ্টি সৃষ্টি করছে। এই ঘনবসতিপূর্ণ দেশে , যেখানে বেশির ভাগ লোকই কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত সেখানে এটা একটা বড় সমস্যা। তবে এমনকি লবণাক্ত জায়গায়ও গ্রামবাসীরা ছাদের ওপর যে কোন ধরণের বাগান করতে পারেন এবং এই ধরণের বাগানকেই ইংরেজিতে বলা হয় vertical gardens, এ সম্পর্কেই খুলনা থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Amy Yee ‘র পাঠানো এই প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন আনিস আহমেদ।

please wait

No media source currently available

0:00 0:04:26 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG