অ্যাকসেসিবিলিটি লিংক

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিশ্ব নেতাদের রাজনৈতিক অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় লিডার্স সামিটে বিশ্ব নেতাদের রাজনৈতিক অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন বিষয়ক সদ্য সমাপ্ত দুই দিন ব্যাপী শীর্ষ সম্মেলন সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করে বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বার্ষিক ১০ হাজার কোটি ডলারের তহবিলের বিষয়ে যে রাজনৈতিক অঙ্গীকার পাওয়া গেছে তা বাংলাদেশের মানুষ সহ বিশ্ববাসীকে আশ্বস্ত করেছে। এই অর্থায়নের বিষয়ে বাংলাদেশ কতটুকু আশাবাদী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিত হলে অর্থায়ন কোনও বিষয়ই নয় কারন টাকা-পয়সা হচ্ছে সেকেন্ডারি। এবার যে রাজনৈতিক অঙ্গিকার পাওয়া গেছে, বিশেষ করে আমেরিকার, তাতে দশ হাজার কোটি ডলার পাওয়া খুব বেশি কষ্টকর হবে না বলে জানান আব্দুল মোমেন।

ভার্চুয়ালি অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জন বিশ্ব নেতা অংশ নিয়েছেন। শেখ হাসিনা শীর্ষ সম্মেলনে দেয়া তার রেকর্ড করা বক্তব্যে চারটি পরামর্শ বিশ্বনেতাদের উদ্দেশ্যে তুলে ধরেন যার মধ্যে রয়েছে কার্বন নিঃসরণ কমানো, কার্বন নিঃসরণ কমাতে নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং এসকল প্রযুক্তির সহজ বিনিময়ের ব্যবস্থা করা। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অর্থায়নের জন্য তহবিল গঠনের ওপরও জোর দেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা প্রথম সারির দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

XS
SM
MD
LG