অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের


শের -ই -বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের পর উল্লসিত খেলোয়াড়রা। ৬ আগস্ট, ২০২১।
শের -ই -বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের পর উল্লসিত খেলোয়াড়রা। ৬ আগস্ট, ২০২১।

ঢাকায় শুক্রবারের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১০ রানের জয়ের পর প্রথমবারের মতো কোন ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

স্বাগতিকদের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স ছিল অসাধারণ।চার ওভারে মাত্র নয় রান দিয়েছেন মুস্তাফিজ, শরিফুল ইসলাম (২-২৯) ১৮তম ওভারে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রহকারী মিচেল মার্শ (৫১) এর গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন।

এর আগে, অস্ট্রেলিয়ার নাথান এলিস তার অভিষেকে হ্যাটট্রিক করেন। জোশ হ্যাজেলউড এবং অ্যাডাম জ্যাম্পা দুটি করে উইকেট নেন। বাংলাদেশ দলকে ৯ উইকেটে ১২৭ রানে সীমাবদ্ধ করে সফরকারী দল। বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মাদ মাহমুদুল্লাহ রিয়াদ (৫২) সর্বোচ্চ রান সংগ্রহ করেন।

বাংলাদেশ মঙ্গলবার সিরিজের উদ্বোধনী ম্যাচে ২৩ রানে এবং বুধবার দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটে জয়লাভ করে। চতুর্থ ম্যাচ হবে শনিবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এটি হবে প্রথম টি-টোয়েন্টি জয়।

XS
SM
MD
LG