চট্টগ্রামের বাঁশখালীতে একটি বেসরকারি কোম্পানীর ১৩শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণে এলাকাবাসীর বাধা প্রদানকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে পুলিশের গুলিতে এ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৩ জন নিহত, ৪০ জন গুলিবিদ্ধসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে ২০ জনের মতো পুলিশ সদস্যও রয়েছেন। যে ৩ জন নিহত হয়েছেন তারা কয়লা বিদ্যুৎ প্রকল্পে বাধা প্রদানকারী স্থানীয় ভিত্তিতে গড়ে ওঠা ভিটে-বাড়ি রক্ষা কমিটির সদস্য বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। তারা বলছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তাদের শংকা। এদিকে, কিছু সময় আগে এক প্রতিবাদ সমাবেশে এলাকাবাসী নিহতের সংখ্যা ৫ জন বলে দাবি করেছেন। তবে পুলিশ নিহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করছে না।
বেসরকারি কোম্পানী এস আলম গ্রুপ ৬শ একর জমি দখল করে ওই বিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজ করছে। আর ভিটে-বাড়ি রক্ষা কমিটির নামে স্থানীয়রা ওই প্রকল্পের বিরোধীতা করছেন। সোমবার ভিটে-বাড়ি রক্ষা কমিটির পক্ষ থেকে সমাবেশ আহবান করলে প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি প্রকল্পের লোকজনও একই স্থানে পাল্টা সমাবেশ আহবান করে। এতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ভিটেবাড়ি রক্ষা কমিটির সমাবেশে শত শত মানুষ অংশ নিতে চাইলে সংঘর্ষের সূত্রপাত । এরই এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শত শত এলাকাবাসী এখনও এলাকায় অবস্থান করছেন। পরিস্থিতি থমথমে বলে স্থানীয় সাংবাদিক ও পুলিশ জানিয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু