অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশি নাগরিকরা লিবিয়া থেকে নিরাপদ স্থানে যাচ্ছেন


লিবিয়াতে বিক্ষোভ
লিবিয়াতে বিক্ষোভ

শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান বলেন যে প্রায় ১১ শ'র মতো বাংলাদেশি নাগরিক সহিংসতার কারণে লিবিয়া ছেড়ে গ্রিস ও তিউনিসিয়ায় উদ্দেশে রওনা হয়েছেন।

তারা আশা প্রকাশ করেন যে দুই-এক দিনের মধ্যে আরো অন্তত ছয় হাজার বাংলাদেশিকে লিবিয়া থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হবে।

ওদিকে লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে গতকাল ভৈরবে মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু।

XS
SM
MD
LG