অ্যাকসেসিবিলিটি লিংক

১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী


ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করে বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। ওই মৎস্যজীবীরা একটি মাছ ধরার ট্রলারে করে বাংলাদেশের কক্সবাজার থেকে গত ১৫ই নভেম্বর বেরিয়েছিলেন মাছ ধরতে। কিন্তু যান্ত্রিক গোলযোগের ফলে তাঁরা কোথায় যাচ্ছেন বুঝতে না পেরে সমুদ্রে ভাসতে ভাসতে ভারতের উপকূল দরিয়ায় চলে আসেন। গতকাল ওড়িশার পারাদ্বীপের কাছে তাঁদের অসহায় অবস্থায় ভাসতে দেখা যায়। উপকূলরক্ষী বাহিনীর একটি বিমান তাঁদের দেখতে পায়, কিন্তু কোন সঙ্কেত ধ্বনি বিনিময় করা যায়নি। পরে পারাদ্বীপ থেকে উপকূলরক্ষী বাহিনীর লঞ্চ ট্রলারটির কাছে পৌঁছে দেখে তাতে ১৯ জন মৎস্যজীবী রয়েছেন। গত কুড়ি দিনের বেশি তাঁরা জলে ভাসছেন। আস্তে আস্তে খাবার ও জল সবকিছু ফুরিয়ে আসছিল। উদ্ধার করার পর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাঁদের খাবার, জল ও গরম জামা কাপড় দেয়। তারপর বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য তাঁদের দুই দেশের উপকূল দরিয়ার সীমানায় নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে চুক্তি রয়েছে যে দুই দেশের মৎস্যজীবীরা বা তাঁদের মাছ ধরার ট্রলার বিপদে পড়লে তারা উদ্ধার করবে।

সরাসরি লিংক


XS
SM
MD
LG