অ্যাকসেসিবিলিটি লিংক

Two-Way : হাইতিতে কলেরা মহামারি মোকাবিলায় বাংলাদেশের চিকিসকরা প্রশিক্ষণ দিচ্ছেন : ড: প্রদীপ বর্ধন


হাইতিতে একটি স্পোর্টস সেন্টারে কলেরা রোগিদের শুইয়ে রাখা হয়েছে।
হাইতিতে একটি স্পোর্টস সেন্টারে কলেরা রোগিদের শুইয়ে রাখা হয়েছে।

হা্ইতিতে সম্প্রতি যে কলেরা দেখা দিয়েছে , তা প্রতিরোধে এবং প্রশিক্ষণে বাংলাদেশের কলেরা রিসার্চ সেন্টার বা আই সি ডি ডি আর বি’র চিকিৎসক দল উল্লেখযোগ্য ভুমিকা পালন করছেন। এই দলের নের্তৃত্ব দিচ্ছেন বাংলাদেশী চিকিৎসক ডঃ প্রদীপ কুমার বর্ধন।

ড বর্ধন ভয়েস অফ আমেরিকার সঙ্গে একটি একান্ত সাক্ষাৎকারে সেখানকার কলেরা পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারণ করেছে সে ব্যাপারটি তুলে ধরেন। তিনি বলেন যে কলেরা ও পেটের পীড়া মোকাবিলায় বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে তার আলোকে তারা হাইতির পরিস্থিতি মোকাবিলার জন্যে স্বাস্থ্যকর্মিদের প্রশিক্ষণ দিচ্ছেন।

তবে তিনি বলেন যে কলেরা পরিস্থিতি হঠাৎ করে সমাধান হবার সম্ভাবনা নেই। তিনি বলেন যে নেপাল থেকে আসা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে এই রোগ ছড়িয়েছে বলে হাইতির কোন কোন লোক অভিযোগ করলেও এই বিষয়টি ঠিক নয়।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG