অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধিদলের শনিবারের কার্যক্রমের বিবরণী


নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দপ্তরে বক্তব্য রাখছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা দীপু মণি
নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দপ্তরে বক্তব্য রাখছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা দীপু মণি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার স্থানীয় সময়ে অপরাহ্নে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন বলে কথা আছে । তিনি বিশ্বের সামনে বিভিন্ ইস্যু , নানান আন্তর্জাতিক প্রশ্নে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন । এর আগে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জোসেফ ডেইসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হবেন।

এদিকে আজ সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা দীপুমণি , জাতিসংঘের ১৩২৫ প্রস্তাবের আওতায় নিরাপত্তা ও শান্তির প্রেক্ষিতে নারীর ভুমিকার উপর আলোকাত করেছেন। তিনি বলেন যে নারীর ভুমিকা বিশ্বে আজ ক্রমান্বয়ে জোরদা হয়ে উঠছে । যুদ্ধে ও শান্তিতে নারীর ভুমিকা অপরিহার্য হয়ে পড়ছে। পররাষ্ট্র মন্ত্রী দীপুমণি আরো বলেন যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নারীর ভুমিকা সম্প্রসারণ এখন একান্তই অপরিহার্য।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন দপ্তরে কবিতা নিয়ে কথা বলছেন কবি নির্মলেন্দু গণ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন দপ্তরে কবিতা নিয়ে কথা বলছেন কবি নির্মলেন্দু গণ

এর আগে গত রাতে বাংলাদেশের সফররত কবিদের নিয়ে জাতিসংঘ নিউ ইয়র্ক মিশনে , কালচারাল মিনিষ্টার , নাট্য ব্যক্তিত্ব মমতাজুদ্দিন আহমেদের উপস্থাপনায় কবিতার আসর বসে। এতে সভাপতিত্ব করেন রাষট্রদূত পত্নী সেলিনা মোমেন। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী কবি মহাদেব সাহা , কবি নির্মলেন্দু গুণ এবং ড মোহাম্মদ সামাদ।

XS
SM
MD
LG