অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা


EU Ambassador to Bangladesh
EU Ambassador to Bangladesh

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর নতুন রাষ্ট্রদূত রেন্সজে তিরিঙ্ককে আগামী জাতিয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন বৃহস্পতিবার ইইউ রাষ্ট্রদূত শেখ হাসিনার সাথে সাক্ষাতকালে এবছরেরে শেষ নাগাদ অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে যে আশাবাদ ব্যক্ত করেন তার উত্তরে তিনি এ আশ্বাস দেন। এদিকে, সুশাসনের জন্য নাগরিক সুজন ঢাকায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে যে খুলনা মডেলে গাজীপুরেও ‘নিয়ন্ত্রিত নির্বাচন’ হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সংগঠনটির এক পর্যালোচনায় এমন অভিযোগ করে আশংকা প্রকাশ করা হয়েছে যে আগামী জাতীয় নির্বাচনেও একই মডেল বাস্তবায়ন করা হতে পারে । বিভিন্ন গণমাধ্যম এবং নিজস্ব স্বেচ্ছাব্রতীদের মতামতের ভিত্তিতে তৈরি করা সুজনের পর্যালোচনাটি সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীর কুমার। খুলনার মত গাজীপুরের নির্বাচনকে প্রভাবিত করারা জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেয়া হয়েছে বলে পর্যালোচনায় অভিযোগ করা হয়েছে ।

ঢাকা সংবাদদাতা যাহুরুল আলমের প্রতিবেদন।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG