আজ বুধবার আর কাল বৃহস্পতিবার ভারত জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট বেতন বৃদ্ধির দাবিতে। আগের বার বেতন বেড়েছিল ১৫%, এ বার বেড়েছে ২% মাত্র। কর্মীরা ক্ষেপে আগুন। তাঁদের দাবি ৩০% বৃদ্ধি। ব্যাঙ্কের শাখাগুলি তো বটেই, যাবতীয় এটিএম-ও বন্ধ রযেছে। এক কথায়, দেশ জুড়ে যাবতীয় ব্যাঙ্কের কাজকর্মই এই ২ দিন বন্ধ। ব্যবসা-বাণিজ্য তো বটেই, সাধারণ মানুষও টাকা তুলতে পারছেন না।
ব্যাঙ্কে নিজেদের অনেক টাকা জমা রয়েছে তো কি, একটা টাকাও তোলার উপায় নেই। এ রাজ্যে ১১,৮০০ টি এটিএম রয়েছে, রোজ টাকা ওঠানো হয় গড়ে ৬,৫০০ কোটি। মঙ্গলবার বিকেল থেকেই খালি হয়ে গিয়েছে এটিএমগুলি। মানুষের দূর্ভোগের শেষ নেই ।