অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনের রাজতন্ত্রের সাথে সম্পর্ক ছিন্ন করে প্রজাতন্ত্র হলো বার্বাডোজ 


বার্বাডোজ প্রজাতন্ত্রে রূপ নিলো, বার্বাডোজের ব্রিজটাউনে প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজি পোড়ানোর দৃশ্য, ৩০শে নভেম্বর, ২০২১, ছবি টোবি মিলভিল/রয়টার্স
বার্বাডোজ প্রজাতন্ত্রে রূপ নিলো, বার্বাডোজের ব্রিজটাউনে প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজি পোড়ানোর দৃশ্য, ৩০শে নভেম্বর, ২০২১, ছবি টোবি মিলভিল/রয়টার্স

বার্বাডোজ মঙ্গলবার ঔপনিবেশিক অতীতের চিহ্ন মুছে দিয়ে ইতিহাসে প্রথমবারের মত একটি প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করলো এবং সেই সঙ্গে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি আনুগত্য প্রকাশের ইতি টানলোI

সোমবার দিনের শেষে একটি চত্বরে বর্ণিল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিন্স চার্লস, রিহানাসহ বহু গন্যমান্য বিশিষ্ট অতিথি, নেতৃবর্গ ও শিল্পীরা, যেখানে গত বছর বিশ্বব্যাপী নিপীড়ণের প্রতীক মুছে ফেলার চাপে একজন সুপরিচিত ব্রিটিশ লর্ডের মূর্তি অপসারণ করা হয়েছিলI

বার্বাডোজকে সরকারিভাবে প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা দেবার পর মধ্যরাতের আকাশআতশবাজির ছটায় আলোকিত হয়, দ্বীপটির বিভিন্ন এলাকায় বসানো হয় বিশাল আকারের স্ক্রিন, যেখানে অর্কেস্ট্রা, সংগীতশিল্পী, কবি ও নর্তকীরা অনুষ্ঠানটিকে মোহনীয় কোরে তোলেনI অনলাইনে সরাসরি যুক্তরাষ্ট্র, কানাডা ও পৃথিবীর অন্যান্য জায়গা থেকে "বাজান" বা আদি বার্বাডোজের লোকজন বার্তা পাঠাতে শুরু করেনI

একজন দর্শক লিখে জানান, "শুভ স্বাধীনতা দিবস ও সবার জন্য মুক্তি"I

দু দশক আগে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয় এবং গত মাসে সংসদের নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রথম একজন প্রেসিডেন্ট নির্বাচিত কোরে যে উদ্যোগের পরিসমাপ্তি ঘটেI দ্বীপটি ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের ৫৫তম বার্ষিকীতে মঙ্গলবার ভোরে বার্বাডোজের গভর্নর জেনারেল সান্দ্রা ম্যাসনকে শপথ বাক্য পাঠ করানো হয়I

৭২ বছর বয়সী ম্যাসন, একজন আইনজীবী ও বিচারকI এছাড়াও তিনি ভেনেজুয়েলা, কলাম্বিয়া, চিলে এবং ব্রাজিলে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেনI তিনি ৩ লক্ষের অধিক জনগণের প্রাচুর্যময় ক্যারিবীয় দ্বীপটি চালনায় প্রধানমন্ত্রী মিয়া মোটলিকে সহায়তা করবেন, যে দ্বীপটি পর্যটন শিল্প, আর্থিক কর্মকান্ড ও উৎপাদন শিল্পের ওপর নির্ভরশীলI

XS
SM
MD
LG