অ্যাকসেসিবিলিটি লিংক

বার্সিলোনায় হামলার সাথে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার এবং ৪ জন সন্ত্রাসী নিহত


ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী স্পেনের বার্সিলোনায় দ্রুতগতির একটি ভ্যান মানুষের ভীড়ে উঠে গেলে শতাধিক মানুষ আহত হয়েছে এবং ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এদের একজন মরক্কো বংশোদ্ভূত, আরেকজন স্পেনিস।এদিকে বার্সিলোনার দক্ষিন দিকে ক্যামব্রিলস শহরে হামলার সাথে জড়িত সন্দেহে স্পেনিশ পুলিশের সাথে সংঘর্ষে ৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

তবে ভ্যান চালককে এখনও খোঁজা হচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠী আই সিস এ হামলার দায় স্বীকার করেছে।

এই হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্পেনবাসীকে সহায়তায় যা যা করা দরকার তা যুক্তরাষ্ট্র করবে।

নিহতদের জন্য শোক প্রকাশ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে স্পেনের পাশে থাকবে তার দেশ।

হামলার নিন্দা জানিয়ে স্পেনের প্রতি সংহতি জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

XS
SM
MD
LG