অ্যাকসেসিবিলিটি লিংক

টিগ্রায়ের সংঘাত, আফ্রিকার অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে -মিশেল বাশেলেট



জাতিসংঘ মানবাধিকার কমিশনার, মিশেল বাশেলেট জেনিভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে যোগদান করার ফাইল ছবি, ২৭শে ফেব্রুয়ারী, ২০২০/রয়টার্স
জাতিসংঘ মানবাধিকার কমিশনার, মিশেল বাশেলেট জেনিভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে যোগদান করার ফাইল ছবি, ২৭শে ফেব্রুয়ারী, ২০২০/রয়টার্স

মানবাধিকার বিষয়ে জাতিসংঘের হাই কমিশনার, মিশেল বাশেলেট হুশিয়ার করে দিয়েছেন যে, ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টিগ্রায় অঞ্চলের নৃশংস সংঘাত, পুরো আফ্রিকা শৃঙ্গে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে I টিগ্রায় অঞ্চলের কথিত লঙ্ঘন সম্পর্কিত মানবাধিকার দপ্তর ও ইথিওপিয়ার মানবাধিকার কমিশনের যৌথ তদন্তের প্রাথমিক তথ্যাবলী জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কাছে পেশকরা হয়েছে I

জুন মাসে সর্বশেষ খবর জানানোর পর, টিগ্রায়তে লড়াই অব্যাহত রয়েছে, যা বর্তমানে পার্শ্ববর্তী আফার ও আমহারা অঞ্চলে ছড়িয়ে পড়েছেI জাতিসংঘ মানবাধিকার প্রধান বাশেলেট বলেন, ব্যাপক আটক, হত্যাকান্ড, পরিকল্পিত ভাবে লুটতরাজ এবং যৌন সহিংসতার কারণে এই অঞ্চলের প্রায় ২০ লক্ষ লোক বাস্ত্যুচুত হয়েছেন, যা এখন এক ভীতির পরিবেশ সৃষ্টি করেছে I তিনি জানান অসামরিক জনগণের দুর্দশা বাড়ছে এবং শাস্তি থেকে রেহাই পাওয়ার ঘটনাও সেখানে ব্যাপক I

বাশেলেট জানান, তদন্তকারীরা বিচার বহির্ভুত হত্যা, অত্যাচার, জোরপূর্বক গুম করাসহ, নানাবিধ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা লিপিবদ্ধ করেছেন I তিনি জানান, ভয়াবহ পাশবিকতা ও জাতিগোষ্ঠীর লোকজনদের লক্ষ্যবস্তু করে গণ-ধর্ষণসহ, যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতার কথা তুলে ধরা হয়েছে I

বাশেলেট বলেন, "পরিষদের কাছে আমার সর্বশেষ প্রতিবেদন থেকে আজ নাগাদ, আমি জানিয়েছি অব্যাহত ভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, যাতে সরকারি বাহিনী ও তার শরিকরা জড়িত”I তিনি বলেন, "আমরা বেদনাদায়ক খবর পেয়েছি যে, স্থানীয় জেলেরা জুলাই মাসে পশ্চিম টিগ্রায় ও সুদান এলাকার নদী মোহনায় কয়েক ডজন মৃতদেহ ভাসমান অবস্থায় দেখেছেন I অনেকের দেহে গুলির চিহ্ন দেখা যায় ও হাত বেঁধে রাখা অবস্থায় পাওয়া যায়, যাতে আভাস পা্‌ওয়া যায়যে, হত্যা করার আগে তাদের আটক ও অত্যাচার করা হয়েছিল "I

XS
SM
MD
LG