অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী ও তালিবানদের মধ্যে প্রচণ্ড


AFGHANISTAN NATO FORCES
AFGHANISTAN NATO FORCES

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আমেরিকার সমর্থিত আন্তর্জাতিক বাহিনীর সাহায্যে আফগান নিরাপত্তা বাহিনী তালিবানদের অগ্রাভিযান থামানোর জন্য পালটা অভিযান শুরু করলে তালিবানদের সংগে নিরাপত্তা বাহিনী প্রচণ্ড লড়াই হয়।

স্থানীয় কর্মকর্তারা বলছেন শুক্রবারের লড়াইয়ে অন্ততব ১৫০ জন বিদ্রোহী নিহত অথবা আহত হয়েছে।

এ-সপ্তাহের গোঁড়ার দিকে তালিবানরা হেলমান্দ প্রদেশের কৌশল দিক থেকে গুরুত্ব পূর্ণ মুসা কুয়ালা শহররে বেশ খানিকটা অংশ দখল করে নেয় ।

নেটোর রিজোলিউট সাপোর্ট মিশন নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান মুসা কোয়ালা শহরে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ক্রমাগত বোমা বর্ষণ শুরু করেছে । ঐ অভিযানে কিছু বিদেশী সেনা মোতায়েন করা হয়েছে।

আফগানিস্তানের প্রাদেশিক কর্ত্রপক্ষের মতে বুধবার তালিবানদের কাছ থেকে শহরে নিয়ন্ত্রণ দখল করার আগে জঙ্গিরা শহরের চারিদিক থেকে আক্রমণ চালিয়ে অন্তত ৩৫ জন আফগান সেনাকে হত্যা করে।

XS
SM
MD
LG