অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার আলেপ্পোতে তুমুল লড়াই


সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোতে একটি ট্রাক
সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোতে একটি ট্রাক
খবরে জানা গেছে যে সিরিয়ার সরকারী বাহিনী সেখানকার প্রধান শহর আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে ট্যাঙ্ক এবং সাজোয়া বাহিনী নিয়ে আক্রমণ চালিয়েছে । এর ঠিক একদিন আগে বিদ্রোহীরা সরকারী অভিযান ঠেকিয়ে রেখেছিল।

ব্রিটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights বলছে যে ঐ শহরের দক্ষিণ পশ্চিমের এলাকাগুলোতে তুমুল লড়াই হচ্ছে।

সিরিয়ার বানিজ্যিক কেন্দ্রস্থল আলেপ্পোকে নিযন্ত্রণে জন্যে লড়াই সরকার ও বিরোধী উভয় পক্ষের জন্যে খুব গুরুত্বপূর্ণ।

বিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল আলেপ্পোর বিষয়ে একটি জরুরী অধিবেশন আহ্বান করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি জানিয়ে এই অভিযোগ এনেছে যে সরকার সেখানে হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা করেছে।

এই লড়াই চলাকালেই সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেম পুর্ব ঘোষণা ছাড়াই সিরিয়ার মিত্ররাষ্ট্র ই রান সফরে গেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রী আলী আকবর সালেহি আসাদ সরকারের পতন ঘটলে ঐ অঞ্চল এবং বিশ্বের পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।
XS
SM
MD
LG