বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রত্যাবাসনের লক্ষ্যে সরকার ৫০ হাজার রোহিঙ্গার একটি নতুন তালিকা মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করেছে।
ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, মঙ্গলবার রোহিঙ্গাদের এই নতুন তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রনালয়ের সুত্রে জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে রোহিঙ্গাদের এই তালিকা হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ২২ শে আগস্ট কয়েক হাজার রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠানোর জন্য দুই দেশের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হলেও তাঁরা কেউ ফেরত যেতে রাজি না হওয়ায় সে উদ্যোগ ঝুলে যায়। এর আগেও এ বছরেরে গোড়ার দিকে প্রত্যাবাসনের এমনই একটি উদ্যোগ একই কারনে ভেস্তে যায়।