অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতার পাক সার্কাস আন্দোলনের মুখ্য ভূমিকায় মহিলারা


পশ্চিমবঙ্গের কলকাতার পাক সার্কাসে এনআরসি, সিএএ এবং এনপিআর- এর বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তার মুখ্য ভূমিকায় রয়েছেন মহিলারা।

দিল্লির শাহিনবাগের মতো কলকাতার পাক সার্কাসে যে আন্দোলন হচ্ছে, তার মুখ্য ভূমিকায় রয়েছেন মহিলারা। বাড়ির বাচ্চারা মাকে ছেড়ে কোথায় থাকবে? তাই সঙ্গী তারাও। এমনটাই জানিয়েছেন সমাজকর্মী রত্না সাহা রায়।

আন্দোলনকারীদের সাফ বক্তব্য, ঘর ভাঙার ভয়ে ছুটে এসেছি। মাসুরান আহিদ তোপ দেগেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জুটির কারণে শিশুরাও আজ রাস্তায় নেমে এসেছে। সকাল থেকে সন্তানকে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তপসিয়ার আসিফা তানভির। তাঁর সাফ কথা, দল বেঁধে তাঁরা বিরোধিতা করছেন। কাগজ তারা দেখাবেন না।

পাক সার্কাসের এই আন্দোলনের অন্যতম আহ্বায়ক উজমা আলম বলেন, সুপ্রিম কোর্টে এই মাসেই মামলার শুনানি রয়েছে। দেশের শীর্ষ আদালত কী সিদ্ধান্ত নেয়, তা দেখেই তারপর আন্দোলন কেমনভাবে এগোবে তার সিদ্ধান্ত নেওয়া হবে। আর ততদিন কোন রাজনৈতিক পরিচয় ছাড়াই এই আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

please wait

No media source currently available

0:00 0:01:18 0:00


XS
SM
MD
LG