জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরপরই ভোটের কেন্দ্রভিত্তিক ফলাফল নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের কথা থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশে ৬ মাস বিলম্ব হয়েছে। এই সপ্তাহেই প্রকাশিত হয়েছে কেন্দ্রভিত্তিক ফলাফল। আর এতে দেখা যায়, ১০৩টি আসনের ২১৩টি ভোট কেন্দ্রে ভোট পড়েছে একশত ভাগ এবং ৯০ থেকে ৯৯ শতাংশ ভোট পড়েছে ১৪টি আসনের সাড়ে সাত হাজার কেন্দ্রে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রোববার সাংবাদিকদের বলেছেন, শতভাগ ভোট পড়া স্বাভাবিক কোনো ঘটনা নয়।
নির্বাচন কমিশন বলছে, গত সংসদ নির্বাচনে সামগ্রিকভাবে ভোট পড়েছে ৮০ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের কোনো সুষ্ঠু ও অবাধ জাতীয় সংসদ নির্বাচনেই এতো ভোটারের উপস্থিতি স্বাভাবিক ঘটনা নয়। আর এর মাধ্যমে বিগত সংসদ নির্বাচন অনুষ্ঠান্ নিয়ে যে সব প্রশ্ন উত্থাপিত হয়েছিল - অবশেষে তাই প্রমাণিত হলো।