অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন


ভারত থেকে বাংলাদেশকে ১১শ বাস-ট্রাক সরবরাহ, ৫টি জেলায় কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠাসহ বাংলাদেশে ৪টি প্রকল্পের যৌথভাবে উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরে দুই প্রধানমন্ত্রী ঢাকায় এবং দিল্লীতে স্ব স্ব কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে এসব প্রকল্পের উদ্বোধনকালে দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলওয়ামার হামলার ঘটনায় পুনরায় নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদ দমনে তার সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ এবং ভারতের সম্পর্কোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

XS
SM
MD
LG