বাংলাদেশের বড় প্রকল্পে দুর্নীতি ঠেকাতে দুর্নীতি দমন কমিশন দুদক সহায়তার হাত বাড়িয়ে দিতে চাইলেও সরকারের তরফে সাড়া মিলছেনা বলে অভিযোগ করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন অভিযোগ করে দুদক চেয়ারম্যান বলেন সরকারের সাড়া পাওয়া না গেলেও তিনি হতাশ নন। বড় প্রকল্পের দুর্নীতি প্রতিরোধে দুদক স্ব-প্রণোদিত হয়েই কাজ করছে বলে তিনি জানান।
বেসরকারি খাতের ব্যাংকে দুর্নীতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন ব্যাংকিং খাতে সুশাসন শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। আগামী সংসদ নির্বাচনে প্রার্থীদের সম্পদের সঠিকহিসাব নির্বাচন কমিশনে উপস্থাপন করার আহ্বান জানিয়ে তিনি বলেন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা হলফ নামায় হিসাব সঠিকভাবে দেবেন সেটাই কাম্য।