ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু এর বহু প্রতীক্ষিত নির্বাচন ব্যাপক অনিয়ম এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লিগ ছাড়া সকল ছাত্র সংগঠনের বর্জনের মধ্য দিয়ে সোমবার অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন বর্জনকারী ছাত্র সংগঠন এবং জোট সমূহ ডাকসু ও আবাসিক হল সমূহের পুনঃ নির্বাচন সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে । এক সংবাদ সম্মেলনে বাম ছাত্র জোটের সহ সভাপতি প্রার্থী লিটন নন্দি এ বিষয়ে
এক সংবাদ সম্মেলনে নির্বাচনকে প্রত্যাখ্যান করেন। নির্বাচন বর্জন করে ছাত্র দল এবং অন্যান্য ছাত্র সংগঠন সমূহ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার ক্যাম্পাসে ধর্মঘটের ঘোষণাও দিয়েছে তারা।
এর আগে, কুয়েত মৈত্রী হলে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠলে উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ সেখানে গিয়ে এর সত্যতা পেয়ে বলেন এর দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা । (Actuality)। ঐ ঘটনায় হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শবনম জাহানকে বরখাস্ত করা হয়। রোকেয়া হলেও অনুরূপ অনিয়মের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোট সুষ্ঠু হওয়ার দাবি করেছেন।