অ্যাকসেসিবিলিটি লিংক

মুক্তিযুদ্ধের চেতনা এবং ইসলামী ভাবধারার স্বপক্ষে কাজ করবেন ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স


আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক অঙ্গনে নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার ১৫টি ইসলামী দল ও সংগঠনের সমন্বয়ে ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে নতুন একটি জোট গঠনের কথা ঘোষণা করা হয়েছে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা এবং ইসলামি ভাবধারার স্বপক্ষে তারা কাজ করবেন। ইসলামী এই জোট গঠনের আসল কারণ সম্পর্কে জানতে চাইলে নতুন এই জোটের কো-চেয়ারপারসন এবং ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরীক তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, ক্ষমতাসীন দল এবং ১৪ দলকে সহায়তা ও শক্তিশালী করাই তাদের উদ্দেশ্য। নতুন জোটের চেয়ারম্যান হয়েছেন, ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। আগামী অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করে এই জোট তাদের বিস্তারিত জনগণকে জানাবে বলে জানানো হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG