অ্যাকসেসিবিলিটি লিংক

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ


Dhaka, Bangladesh
Dhaka, Bangladesh

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। আর এই বিদ্যুৎ আসবে ভারতের শিলিগুড়ি করিডোর হয়ে। এ নিয়ে দু’দেশের মধ্যে শুক্রবার একটি চুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেছেন দু’দেশের বিদ্যুৎ সচিব।

নেপাল সরকার সে দেশে সম্ভাব্য ২০টি জলবিদ্যুৎ প্রকল্প চিহ্নিত করেছে। এই প্রকল্পগুলোতে বাংলাদেশী প্রতিষ্ঠানের বিনিয়োগের সম্ভাবনা আছে কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। তবে বিনিয়োগের সুযোগ নিশ্চিত হওয়ার আগে ভারতীয় অবকাঠামো ব্যবহার করে বিদ্যুৎ আমদানি করা হবে। যদিও বাংলাদেশ ও নেপালের কর্মকর্তারা দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসেবে নিজস্ব স্থায়ী অবকাঠামো নির্মাণের সম্ভাবনা পরীক্ষা করার ব্যাপারে একমত হয়েছেন। স্মরণ করা যায় যে, আন্তর্জাতিক বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে ভারত সম্প্রতি তাদের বিধিমালা পরিবর্তন করায় বিদ্যুৎ আমদানির এই সুযোগ সৃষ্টি হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG