কক্সবাজারের সেন্টমার্টিন সৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে মাথাবিহীন এক রোহিঙ্গার লাশ। লাশটি মিয়ানমার থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সকালে সেন্টমার্টিনের উত্তর সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসার পর মাথাবিহীন লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সম্প্রতি সেন্টমার্টিনের আশপাশে কোনো নৌকাডুবি কিংবা নৌযানে ডাকাতির ঘটনা ঘটেনি। তাই স্থানীয়রা ধারণা করছেন, লাশটি মিয়ানমার থেকে ভেসে আসতে পারে।
পুলিশ জানায়, মধ্য বয়সী রোহিঙ্গা যুবকের মাথাবিহীন লাশটির পরনে ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি। শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত ছিল।
শনিবার মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সন্ত্রাসী হামলায় দেশটির পুলিশের ৯জন সদস্য নিহত হওয়ার খবর প্রকাশের পর সোমবার সীমান্ত ঘেঁষা সেন্টমার্টিন দ্বীপে মাথাবিহীন রোহিঙ্গার লাশ ভেসে আসে।