লিবিয়ার রাজধানী ত্রিপলি এবং এর পার্শ্ববর্তী শহরসমূহে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের সাবধানতা অবলম্বন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার দূতাবাসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে লিবিয়ার সরকার সাম্প্রতিক আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতির কারণে স্টেট অব এলার্ট বা অতীব জরুরি সতর্কতা জারি করেছে। বিবৃতিতে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপলি ও এর পার্শ্ববর্তী শহরসমূহে বসবাসরত সকল বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সম্ভব্য ক্ষেত্রে নিজ নিজ বাসস্থানে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য, লিবিয়ার বিদ্রোহী জেনারেলi খলিফা হাফতার তাঁর শক্তিশালী মিলিশিয়া বাহিনীকে দেশটির রাজধানী ত্রিপলি দখল করার নির্দেশ দেয়ার পর বৃহস্পতিবার রাতে তাঁরা ত্রিপলির নিরাপত্তা সীমানার ৩০ কিলোমিটার কাছাকাছি পৌঁছে গেলে সেদেশের সরকার স্টেট অব এলার্ট জরি করে।