অ্যাকসেসিবিলিটি লিংক

কুয়েতের পুনর্গঠন কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্য সংখ্যা বাড়ানো হবে


কুয়েতের পুনর্গঠন কাজে সহযোগিতার অংশ হিসেবে বর্তমানে সেখানে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্য সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ।

শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্য সংখ্যা ২৫০ থেকে বৃদ্ধি করে ৬৩৯ জনে উন্নীত করা হবে । কুয়েত সরকার যত দ্রুত সম্ভব বর্ধিত এই জনবল কুয়েতে পাঠানোর অনুরোধ জানিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনী কুয়েতের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে ‘অপারেশন কুয়েত পুনর্গঠন’ নামের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ২৮ বছর ধরে সেখানে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG