অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১৩ মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ


বাংলাদেশে ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ এবং বিএনপি মনোনীত প্রার্থীসহ মোট ১৩ জন মেয়র পদপ্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুক্রবার।


আর শুক্রবার থেকেই আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন। ঢাকার দুই সিটি করপোরেশনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম এবং বিএনপি'র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল তাদের প্রচার-প্রচারণা শুরু করেছেন।


এদিকে, বিএনপি'র প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে। তিনি বলেন, তাদের নতুন আন্দোলন শুরু হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী প্রচার-প্রচারণায় মন্ত্রী-এমপিদের অংশ না নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তিনি নির্বাচনী বিধিমালার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন উত্থাপন করেন। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়রসহ সব পদ মিলিয়ে ৭৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্ধিতা করছেন।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00


XS
SM
MD
LG