বাংলাদেশে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন করেছে দিল্লী ভিত্তিক তাবলীগ জামাতের শীর্ষ নেতা মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা যাতে অংশ নিচ্ছেন লাখো দেশি বিদেশি মুসল্লি। দ্বিতীয় পর্বের ইজতেমার প্রথম দিন শুক্রবার হওয়ায় কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে ইজতেমা মায়দানে এদিন দেশের বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকরা জানিয়েছেন, দিল্লী ভিত্তিক তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন না। আগামী রোববার আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে এ বছরের বিশ্ব ইজতেমার দ্বিতীয় বা শেষ পর্ব।
ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে, সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইজতেমার দ্বিতীয় ধাপে আসা মুসল্লিদের মধ্যে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।