বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ শীর্ষক প্রতিবেদন বলা হয়েছে, ২০১৯ সালের প্রাক্কলিত হিসাব অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। যা অংকের হিসাবে ১১ দশমিক ৪ শতাংশ। এরপর দ্বিতীয় ভুটান (১০ দশমিক ৯ শতাংশ), তৃতীয় আফগানিস্তান (১০ দশমিক ৮ শতাংশ) এবং ভারত চতুর্থ(৮ দশমিক ৯ শতাংশ) স্থানে আছে। এই বাস্তবতায় আজকের আলাপন- ‘খেলাপি ঋণ ও বাংলাদেশের বাস্তবতা’।
আজকে অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট বা বিআইডিএস‘এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। এছাড়াও ছিল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারের একটি অংশ, যেখানে তিনি খেলাপি ঋণ সহ নানা বিষয়ে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।