অ্যাকসেসিবিলিটি লিংক

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুদক


বাংলাদেশে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বাংলাদেশ জুট কর্পোরেশনের ২ দশমিক ৩৮ একর জমি এক আত্মীয়র কাছে টেন্ডার ছাড়াই কম দামে বিক্রি করেছেন। এমন অভিযোগের প্রথমিক তদন্তে সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলমান ঐ মামলায় সোমবার বগুড়া সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক আমিনুল ইসলাম বগুড়ার বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সরকারি মূল্যের ৬৪ লাখ ৬৯ হাজার ২১ টাকা মূল্যের জমি বিক্রি করা হয় মাত্র ২৩ লাখ ৯৪ হাজার ৭৭৪ টাকায়। এতে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকা ক্ষতি হয়েছে। ফলে তিনি দন্ডবিধির ৪২০/১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দুদকের তদন্তে এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে বগুড়া সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক আমিনুল ইসলাম জানান, ২০১২ সালের ৩০ ডিসেম্বর কোন প্রকার টেন্ডার ছাড়াই তৎকালীন বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী তার পূর্ব পরিচিত বগুড়া শহরের কাটনার পাড়া এলাকার জাহানারা রশিদের কাছে ২৩ লাখ টাকায় পরিত্যক্ত ঐ সরকারি জমি বিক্রি করেন। ঐ জমি অবৈধভাবে বিক্রির কারণে সরকারের ৪০ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্ত শেষে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও জাহানারা রশিদকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

ঐ জমি অবৈধভাবে বিক্রির কারণে সরকারের ৪০ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ মামলায় মন্ত্রীর আত্মীয় জাহানারা রশিদ নামের অপর আরো একজনকে অভিযুক্ত করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG