বাংলাদেশ-ভারত সীমান্তে বিশেষ সতর্কতা জারি করেছে বিএসএফ। ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে।
একজন ভারতীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত ও পাকিস্তান সীমান্তে বিরাজমান উত্তেজনার প্রেক্ষিতে কোন দুর্বৃত্ত বা সন্ত্রাসী যাতে সুযোগ নিতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে বেশির ভাগ এলাকায় সীমান্ত বেড়া নেই। কি কারণে বিএসএফ সতর্কতা জারি করেছে এটা এখনো স্পষ্ট নয়। ঢাকার কর্মকর্তারা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। তবে ওয়াকেবহাল সূত্রগুলোর মতে, বেশ কিছু সংখ্যক কাশ্মিরী ছাত্র বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। তাদের তরফে কোন সন্ত্রাসী ঘটনা যাতে না ঘটতে পারে এ জন্যই বিএসএফকে আগাম সতর্ক রাখা হয়েছে।
উল্লেখ্য যে, ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনায় বাংলাদেশ কোন মন্তব্য করেনি। বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।