অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকিতে: যুক্তরাষ্ট্র


করোনা ভাইরাসের বিস্তার রোধে ইরান, ইতালি, চীন ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ঐ চার দেশের নাগরিকদের বাংলাদেশে আসতে হলে করোনা ভাইরাস সংক্রমণ নেই এ ধরনের সার্টিফিকেট দেখাতে হবে।

কুয়েতের তরফে বলা হয়েছে, তারা এই মুহূর্তে বাংলাদেশীদের স্বাগত জানাবে না। ইতালিতে ১ জন বাংলাদেশী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশসহ ২৫টি দেশ করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ২৫টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত বা উচুঁ ঝুঁকিতে রয়েছে তাদের জন্য ৩ কোটি ৪০ লাখ ডলারের জরুরি তহবিল দেয়ার অঙ্গীকার রয়েছে যুক্তরাষ্ট্রের।

ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত শি জিমিং বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, বাংলাদেশে করোনা ভাইরাস স্কিনিং পরীক্ষা পর্যাপ্ত নয়। শনাক্তকরণ প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত শি জিমিং।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00



XS
SM
MD
LG