অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের অধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র সেনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির ডেমোক্রেট সদস্যদের তদন্ত রিপোর্ট প্রকাশ


যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার পররাষ্ট্র সম্পর্ক কমিটির বিশিষ্ট সদস্য সেনেটর Bob Menendez , বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের চিকিৎসা, শ্রম অধিকার এবং কারখানার সুরক্ষা বিষয়ে, কমিটির ডেমোক্রেট সদস্যদের তদন্ত রিপোট প্রকাশ করেছেন।


ঐ রিপোর্ট প্রকাশে আগে Bob Menendez, যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে সমিতি ও শ্রমিকদের অধিকারের যে সংগ্রাম, তা নিয়ে আলোচনা করেন। রিপোর্টটি রানা প্লাজা দুর্ঘটনার সাত বছর পর প্রকাশ করা হলো। ঐ দুর্ঘটনায় ১১শো’র বেশী বাংলাদেশী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছিলেন।

Seven Years After Rana Plaza, Significant Challenges Remain” বা রানা প্লাজার সাত বছর পরেও, গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলি রয়ে গেছে" শিরোনামে ঐ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কারখানার সুরক্ষা ব্যবস্থায় অগ্রগতি হয়েছে। কিন্তু শ্রমীকদের অধিকার ও তৈরী পোশাক শিল্পের (আরএমজি) কারখানার শ্রমিকদের, বিশেষত মহিলা শ্রমিকদের জন্য যথাযথ পরিবেশ নেই।


XS
SM
MD
LG