অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সংকট মোকাবেলায় বিভিন্ন দেশের সহযোগিতা চেয়েছে


বিশ্বজুড়ে করোনার মহামারীর কারণে বাংলাদেশের ক্রম:হ্রাসমান ও বাধাগ্রস্ত হওয়া রপ্তানি বাণিজ্য, প্রবাসীদের আয় প্রবাহ কমে যাওয়াসহ সংশ্লিষ্ট সংকটাবলী মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন দেশের সহযোগিতা কামনা করেছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ৭৭ দেশের সংস্থা জি-৭৭ কে পরিস্থিতি অবহিত করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন সদ্য এক ভার্চ্যুয়াল ভিডিও বার্তার মাধ্যমকে এই তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশীদের মধ্যে যারা করোনায় আক্রান্ত তাদের সুচিকিৎসা যাতে হয়, সে লক্ষ্যে তিনি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন।

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।

XS
SM
MD
LG