অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে করোনা আক্রান্ত ১৪৩৩৮ জন


ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরো ৯৯১ জনের করোনা সংক্রমণের খবর মিলেছে। ফলে সারা দেশে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৩৮ জন। বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় তা ৪৩ জন বেড়ে হয়েছে ৪৮০ জন। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২০১ জন।
গোটা দেশের নিরিখে আক্রন্তের সংখ্যা ও মৃত্যু, দুটি ক্ষেত্রেই শীর্ষে রয়েছে ঐ রাজ্যটি। মোট ৩ হাজার ৩২৩ জন আক্রান্ত ঐ রাজ্যে। এর ঠিক পরেই রয়েছে দিল্লি। সেখানে এক হাজার ৭০৭ জন আক্রান্ত। এছাড়াও, হাজারের বেশি আক্রান্ত হয়েছেন তামিলনাড়ু (১৩২৩), মধ্যপ্রদেশ (১৩১০), রাজস্থান (১২২৯) ও গুজরাতে (১০৯৯)। ৭৬৬ জন আক্রান্ত তেলঙ্গনায়। অন্ধ্রপ্রদেশে আক্রাম্তের সংখ্যা হয়েছে ৫৭২।পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত করোনা ধরা পড়েছে ২৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩২ জন বেড়েছে। এই তথ্য অবশ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। যদিও পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন জানাচ্ছে, এ রাজ্যে ‘অ্যাক্টিভ’ করোনা রোগী রয়েছেন ১৬২ জন। মৃত্যু হয়েছে মোট ১০ জনের।
এবার নৌবাহিনীতেও ছড়ালো করোনা ভাইরাসের সংক্রমণ। মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর ২১জন জওয়ানের শরীরে কোভিড ১৯-এর উপস্থিতি পরীক্ষায় ধরা পড়েছে। তাঁদের নৌবাহিনীর হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এই প্রথম ভারতীয় নৌবাহিনীতে করোনা সংক্রমণের খবর পাওয়া গেল। ঐ জওয়ানদের সংস্পর্শে কারা এসেছিলেন তার খোঁজ করা হচ্ছে।
নৌবাহিনী সূত্রে খবর, ঐ জওয়ানরা আইএনএস আংরে-র তত্ত্বাবধানে একটি রেসিডেন্সিয়াল এলাকাতে থাকতেন। লকডাউনের কারণে ঐ রেসিডেন্সিয়াল এলাকাও বাইরে থেকে বন্ধ। কেউ বাইরে বার হচ্ছেন না। কিন্তু সেখানে গিয়ে কেউ ঐ জওয়ানদের সংস্পর্শে এসেছিলেন কি না, তার খোঁজ চলছে। আক্রান্ত জওয়ানদের বর্তমানে মুম্বাইয়ে নেভির হাসপাতাল আইএনএইচএস অশ্বিনী-তে রাখা হয়েছে বলে নৌবাহিনী সূত্রে খবর। পাশাপাশি নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, যুদ্ধজাহাজ কিংবা সাবমেরিনে সংক্রমণ ছড়ায়নি। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে প্রতিটি সাবমেরিন ও যুদ্ধজাহাজে স্যানিটাইজেশনের কাজ চলছে। কোন ভাবেই যাতে সংক্রমণ ছড়াতে না পারে তা নিশ্চিত করতে চাইছে নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর বড় যুদ্ধজাহাজগুলির মধ্যে অন্যতম হল এই আইএনএস আংরে। মুম্বাইয়ের বিভিন্ন যুদ্ধজাহাজ ও ইউনিটকে সাহায্য ও পরামর্শ দেওয়ার কাজ করে থাকে এই জাহাজ।
XS
SM
MD
LG