অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ওয়াজ-মাহফিলে সাম্প্রদায়িক বক্তব্য দেন এমন ১৫ জনকে চিহ্নিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়


বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াজ-মাহফিলে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদে উৎসাহ দেয়াসহ রাষ্ট্র বিরোধী বক্তব্য দেন এমন ১৫ জন বক্তাকে চিহ্নিত করেছেন।

মন্ত্রণালয় থেকে ৬ দফা সুপারিশমালা তৈরি করা হয়েছে। এ সম্পর্কিত এক প্রতিবেদনে বলা হয়, বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ইউটিউবে চ্যানেল খুলে তাদের বিদ্বেষপূর্ণ ও উগ্রবাদী বক্তব্যের প্রচারণা চালিয়ে আসছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। পরবর্তীতে ওয়াজের অনুমতি না দিতে বলা হয়েছে।

এছাড়া যারা চুক্তিতে ওয়াজ-মাহফিলে যান তারা আয়কর দেন কিনা তাও খতিয়ে দেখার নির্দেশনা দেয়া হয়েছে।

ওয়াজ-মাহফিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মনে করেন, এ ধরনের নির্দেশনা বক্তাদের ধর্মীয় আলোচনায় বাধা দেয়ার সামিল।

বাংলাদেশে ধর্মীয় বিষয়ে মাদ্রাসা ও ইসলামী প্রতিষ্ঠানে শিক্ষা দেয়ার পাশাপাশি ওয়াজ-মাহফিলেও ইসলামী চিন্তাবিদরা মানুষকে সচেতন করে থাকেন। এই ওয়াজ-মাহফিল গ্রামে-গঞ্জে এক ধরনের উৎসবের মতো।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00


XS
SM
MD
LG