অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশকে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ১০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক


বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে ১০ কোটি ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক।
বিশ্ব ব্যাংক বলেছে, এই অর্থ সারা দেশে করোনা ভাইরাস শনাক্ত ও চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র ও পরীক্ষাগারগুলোর উন্নয়নের পাশাপাশি করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।
এদিকে, দেশটির অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বিশ্বব্যাপী করোনাভাইরাসের
মহামারীর কারনে দেশের অর্থনীতিতে সম্ভাব্য মহাদুযোর্গ মোকাবেলায় সরকারের কাছে ৮৭ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছে। শানিবার ঢাকায় বিএনপি মহাসাচিব ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এ দাবি জানিয়ে সাংবাদিকদের বলেন, সরকার ইতোমধ্যেই যে সকল পদক্ষেপ নিয়েছে সেগুলো এই সংকট নিরসনের জন্য যথেষ্ট নয়। তিনি এই দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উপর জোর দেন।
অন্যদিকে, করোনা ভাইরাস পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলিয় জোট। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম জোটের পক্ষে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে বলেন, জাতিয় ভাবে নিজস্ব শক্তিতে এ দুর্যোগের মোকাবেলা করতে হবে।
XS
SM
MD
LG