অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আবদুল মাজেদ গ্রেফতার


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত এবং অন্যতম পলাতক আসামী বরখাস্তকৃত ক্যাপ্টেন আবদুল মাজেদকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সোমবার শেষরাতে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। বিদেশে আত্মগোপন করে থাকা আবদুল মাজেদ করোনার কারণে দেশে ফিরে আসেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সকালে তাকে আদালতে নেয়া হলে বিচারক তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন।



২০০৯ সালের নভেম্বরে আপীল বিভাগ বঙ্গবন্ধু হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদন্ড বহাল রাখে এবং ২০১০ সালের ২৭ জানুয়ারি ৫ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। আবদুল মাজেদসহ বাকী ৭ জন পালিয়ে দেশত্যাগ করেন। এরমধ্যে একজন বিদেশেই মৃত্যুবরণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েতউদ্দিন খান জানিয়েছেন, আবদুল মাজেদের আপীলে যাবার আর কোন সুযোগ নেই।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক ভিডিও বার্তায় বলেছেন, এটি মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য পলাতক আসামীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

XS
SM
MD
LG