অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গবন্ধুর খুনী আবদুল মাজেদের ফাঁসি কার্যকর


বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বরখাস্তকৃত ক্যাপ্টেন আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার রাত ১২ টার পরে ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয় বলে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন।

গত সোমবার শেষ রাতে দীর্ঘ দিন ধরে পলাতক আবদুল মাজেদকে পুলিশ ঢাকায় আটক করে এবং মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়। আবদুল মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন রাষ্ট্রপতি সে আবেদন নাকচ করে দিয়েছেন।

কারাগারে আবদুল মাজেদের সঙ্গে তাঁর স্ত্রী সালেহা বেগম, স্ত্রীর বোন ও ভগ্নিপতি, ভাতিজা ও একজন চাচাশ্বশুরসহ মোট পাঁচজন দেখা করে এসেছেন।

২০০৯ সালের নভেম্বরে আপীল বিভাগ বঙ্গবন্ধু হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদন্ড বহাল রাখে এবং ২০১০ সালের ২৭ জানুয়ারি ৫ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। আবদুল মাজেদসহ বাকী ৭ জন পালিয়ে দেশত্যাগ করেন। এর মধ্যে একজন বিদেশেই মৃত্যুবরণ করেন।

XS
SM
MD
LG